নুসরাত হত্যা মামলায় রুহুল আমিনসহ তিন আসামি আদালতে

SHARE

সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আটক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিনকে আদালতে নেয়া হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম ও সোনাগাজী আমলী আদালতের বিচারক শরাফ উদ্দিন আহমদের আদালতে নেয়া হয়। এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মামলাটির তদন্ত কর্মকর্তা ও ফেনীস্থ পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম।

একই আদালতে একই সময় হাজির করা হয় মামলাটির আরো দুই আসামি জাভেদ হোসেন ও কামরুন নাহার মনিকে। তাদের ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের কথা রয়েছে। এদের মধ্যে মনি সেদিন চারতলায় আগে থেকে অপেক্ষমান ছিল। কিলিং মিশনে ব্যবহৃত বোরকা সে সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। জাভেদ আগে থেকে বোরকা পরে ছাদে অবস্থান নেয় ও রাফির গায়ে আগুন দেয় বলে মামলার আরেক আসামি শাহাদাত হোসেন শামীমের জবানবন্দীতে উঠে আসে।