‘ডাবল সেঞ্চুরি’ করে বিশ্বরেকর্ড গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স

SHARE

প্রথম দল হিসেবে ১০০ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল তারা। এবার বিশ্বের প্রথম দল হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স। ‘সেঞ্চুরি’র পর ‘ডাবল সেঞ্চুরি’তে তারাই থাকল এগিয়ে। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়ে মুম্বাই।

অবশ্য রেকর্ড গড়ার ওই ম্যাচে রাজস্থানের কাছে ৪ উইকেটে হারে রোহিত শর্মার দল মুম্বাই। মুম্বাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে দুই ম্যাচ খেলার দ্বারপ্রান্তে ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেট। তারা এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছে। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার চোটের কারণে পরে দলের অধিনায়কত্ব পান হরভজন সিং। শ্রীশান্তকে চড় মেরে হরভজন নিষিদ্ধ হলে নেতৃত্ব পান শন পোলক। ২০১৩ সালে মুম্বাইয়ের নেতৃত্ব ওঠে রোহিত শর্মার কাঁধে। সেবারই মুম্বাইকে প্রথম আইপিএল শিরোপা এনে দেন রোহিত। এরপর রোহিতের নেতৃত্বেই ২০১৫ ও ২০১৭ সালের আইপিএল শিরোপা ঘরে তোলে মুম্বাই।

২০০ ম্যাচের মধ্যে মুম্বাই এখন পর্যন্ত জিতেছে ১১২ ম্যাচ, হেরেছে ৮৪টি। এর মধ্যে ১৭টি ম্যাচ তারা খেলেছে বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগে, বাকিগুলো আইপিএলে। মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ডানহাতি ব্যাটসম্যান ১৩৪ ম্যাচে করেছেন ৩ হাজার ৪৮৮ রান। আর সর্বোচ্চ উইকেটশিকারী শ্রীলঙ্কার গতিদানব লাসিথ মালিঙ্গা নিয়েছেন ১৫৭ উইকেট।