সবাই মিলে দেশ চালাবো, চৌকিদারের দরকার নেই : মমতা

SHARE

লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে চলেছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কার্শিয়াঙের এক জনসভায় মমতা বলেন, বিজেপি কীভাবে জিতবে? উত্তরপ্রদেশে ৭৩ টা আসন ছিল, এবার অর্ধেকও পাবে না। উত্তর-পূর্বে এনআরসির জন্য কেউ ভোট দেবে না।

উত্তরপ্রদেশে বিএসপি এবং সমাজবাদী পার্টির জোটের জন্য বিজেপির আসন সংখ্যা কমার শঙ্কা রয়েছে। আর এনআরসি বা নাগরিকপঞ্জী, নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তরপূর্ব ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে।

মমতা বলেন, কর্নাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কোথাও মানুষ বিজেপিকে ভোট দেবে না। পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে।

গত কয়েকদিনে মমতা উত্তরবঙ্গে ১২টি জনসভা করেছেন এবং প্রায় প্রতিটি জনসভা থেকে বিজেপির ভরাডুবির পূর্বাভাস দিয়েছেন। তবে আজ এক ধাপ এগিয়ে মমতা হিসাব দিয়ে দেখিয়েছেন যে বিজেপির ফলাফল হতে চলেছে হতশাজনক।

বিজেপির নেতাদের প্রশ্ন, যে বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন, তার উত্তরও দিয়েছেন মমতা। মমতা বলেন, আমরা সবাই মিলে দেশ চালাবো। চৌকিদারের আর দরকার নেই।