রাফির মৃত্যুর কিছুক্ষণ আগেও খোঁজ নেন প্রধানমন্ত্রী

SHARE

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর কিছুক্ষণ আগেও তাঁর খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাফির চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে বলেন চিকিৎসকদের। এরপর প্রধানমন্ত্রীকে শোনানো হয়, মেয়েটি আর বেঁচে নেই। এই খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গত রাতে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বার্ন ইউনিটে মৃত্যুর কিছুক্ষণ আগেও তার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আমাকে বলেন, মেয়েটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সিঙ্গাপুরে নেওয়ার মতো হলেই তাকে সেখানে নিয়ে চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। নুসরাতের মৃত্যুর খবর শোনার পর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতকে চিকিৎসার জন্য সরকারি খরচে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে পাঠানো সম্ভব হয়নি।