অনন্ত জলিলের অর্ধকোটি টাকা নিয়ে ড্রাইভারের চম্পট!

SHARE

বিপুল পরিমাণ টাকা খুইয়েছেন অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিল। আজ রবিবার দুপুরে তার এজে আই গ্রুপের গাড়ির চালক মোঃ শহিদ মিয়া ৫৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে সাভার থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অনন্ত জলিলের প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা আসাদুল ইসলাম। এ বিষয়ে ফেসবুকে ভক্তদের কাছে সহযোগিতা কামনা করেছেন অনন্ত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ঘটনা নিয়ে অনন্ত জলিল লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি।আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মোঃ শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকা গুলো নিয়ে পালিয়ে গেছে।’

ড্রাইভার মোঃ শহিদ মিয়া। ছবি : ফেসবুক

‘ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো: জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকে ছিল এবং গাড়িতে টাকাগুলো সহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল । জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন’

পোস্টের নিচে অনন্ত মি. মীর (০১৭১১৭৩৯৫৪১) এবং মি. আসাদ (০১৬৭৬৫৫৯৭৫৬) নামের দুজন কর্মকর্তার মোবাইল নম্বর যোগ করে দিয়েছেন।