ছয় মাসে ইস্যু করা হয়েছে ৫২ লাখ ওমরাহ ভিসা

SHARE

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ৫২ লাখ ৭৬ হাজার নয়শ ১৩ জন ওমরাহ ভিসা ইস্যু করেছেন। মন্ত্রণালয় এক পরিসংখ্যানে বলেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৪৭ লাখ ৯৮ হাজার ৫৭ জন ইতোমধ্যেই ওমরাহ সম্পন্ন করেছেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে ৪৩ লাখের বেশি মানুষ ওমরাহ করেছেন। বর্তমানে তিন লাখ ৩৭ হাজার ছয়শ ১৪ জন ওমরাহ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। এছাড়া মদীনায় রয়েছেন আরো এক লাখ ৫০ হাজার পাঁচশ ছয় জন।

ওমরাহ পালনকারীদের মধ্যে বিমানে এসেছেন ৪২ লাখ ৮২ হাজার চারশ ১৩ জন, স্থলপথে এসেছেন চার লাখ ৬৪ হাজার দু’শ ৩৮ জন এবং নৌপথে ৫১ হাজার চারশ ছয় জন।

কেবল পাকিস্তান থেকেই ১১ লাখ ২৯ হাজার নয়শ ৬৫ জন ওমরাহ পালনের জন্য ভিসা ইস্যু করেছেন। অন্যদিকে ভারত থেকে ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে চার লাখ ৭২ হাজার একশ তিন জনের।

ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত রয়েছেন ১০ হাজার চার শতাধিক সৌদি কর্মী। তাদের মধ্যে আট হাজার ছয়শ ২২ জন পুরুষ এবং নারী এক হাজার সাতশ ৭৮ জন।