ভারতে তুমুল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তার সঙ্গে ‘লিঙ্গা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিনেমার দৃশ্যে একটি প্রেমের গানে রোমান্স করতেও দেখা যাবে তাদেরকে।
এই রোমান্টিক দৃশ্যটিতে অভিনয় করতে গিয়ে নাকি বেশ নার্ভাস ছিলেন রজনীকান্ত। নিজের মুখেই এই কথা বলেছেন তিনি। প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়ার সময়ও নাকি এত নার্ভাস ছিলেন না তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমে রজনীকান্ত বলেন, ষাট বছর পেরিয়ে একটা বাচ্চা মেয়ের সঙ্গে প্রেমের গানের দৃশ্যে অভিনয় করা বোধহয় ঈশ্বরের সব থেকে বড় শাস্তি। এই সিনেমায় ট্রেনের উপর এ্যাকশন দৃশ্য শ্যুট করার চেয়েও এটা অনেক বেশি কঠিন কাজ।
সোনাক্ষীকে ছোটবেলা থেকেই চেনেন রজনীকান্ত। শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহাকে চোখের সামনে বড় হতে দেখেছেন এই তামিল মেগাস্টার।




