সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না

SHARE

জঙ্গিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। একইসাথে পাকিস্তানের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আর হামলা চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ‘থার’ শহরে এক জনসভায় এসব কথা বলেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেছেন, পাকিস্তানে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবো না আমরা।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় কাশ্মীরে জঙ্গি হামলা চালানো হয়। এই হামলায় ৪২ জন ভারতীয় জওয়ান নিহত হন। পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ স্বীকার করে এ হামলার দায় স্বীকার করে। ওই হামলার প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

সূত্র : এনডিটিভি