তালেবান কমান্ডারকে পাকিস্তানের কাছে তুলে দিলো আফগানিস্তান

SHARE

teheriআফগানিস্তানে আটক তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির শীর্ষ স্থানীয় কমান্ডার লতিফ মেহসুদ ও তার ৩ সহযোগীকে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে। সাবেক তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ সহযোগী এবং তৎকালীন টিটিপির দ্বিতীয় ব্যক্তি হিসেবে লতিফ মেহসুদকে গণ্য করা হতো।

শীর্ষ স্থানীয় সূত্রের বরাত দিয়ে তাকে পাকিস্তানের কাছে তুলে দেয়ার খবরটি দিয়েছে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক।

ওই খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের গোড়ার দিকে পাক-আফগান সীমান্তের শাহ জেহান অতিক্রম করার সময় আফগান ন্যাশনাল আর্মি লতিফ মেহসুদকে আটক করেছিল।

পরে ন্যাটো বাহিনী লতিফকে তাদের জিম্মায় নিয়ে নেয়। অস্ত্র কেনার জন্য সীমান্ত পাড়ি দিতে যেয়ে আটক হয়েছিল লতিফ।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সামপ্রতিক পাকিস্তান সফরের পর লতিফকে পাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। লতিফ মেহসুদকে ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানাচ্ছিল পাকিস্তান।