চীনের সঙ্গে ১২টি চুক্তি সৌদি আরবের

SHARE

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চীন সফরে দেশটির সাথে সৌদি আরবের ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বেইজিংইয়ে সৌদি আরব ও চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের তৃতীয় বৈঠকে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন ছাড়াও জ্বালানির বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতির জন্য জ্বালানি, শিল্প ও খনিজ মন্ত্রণালয়ের মধ্যে উল্লেখযোগ্য স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক উন্নয়নে সৌদি আরব ও চীন পরস্পরকে সহযোগিতা করবে। চীন ও সৌদির ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করতে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

সৌদি ডেভেলপমেন্ট ফান্ড ও চীন অর্থ মন্ত্রণালয়ের যৌথ চুক্তির অধীনে চীনের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর পুনর্নির্মাণ করা হবে।

জ্বালানি, বিনিয়োগ ছাড়াও সন্ত্রাসবাদ দমন,সাইবার নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কয়েকটি চুক্তি হয়েছে।