ইমরান খানকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোদি

SHARE

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতে ভদ্রভাবে কাজ করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার রাজস্থানের টনক এলাকায় ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সমাবেশে মোদি বলেন, গত বছর পাকিস্তানের নির্বাচনে জয়ী হওয়ার পর ইমরান খানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ভারত-পাকিস্তানের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে। পাকিস্তান কিছুই পায়নি। প্রত্যেকবার আমরা জয়ী হয়েছি। আমি তাকে বললাম, চলুন আমরা দারিদ্র এবং নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করি। তিনি (ইমরান খান) আমাকে বলেছিলেন, আমি পাঠান বংশের ছেলে। আমি সত্য বলি এবং সঠিক কাজ করি।’

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘তার (ইমরানের) কথাগুলো যে সত্য, আজ সেটি প্রমাণ করার সময় এসেছে। আমি দেখব, ইমরান খান তার সত্য কথার পাশে দাঁড়ান কি-না।’

পাকিস্তানের একটি জাতিগত গোষ্ঠী পাঠান; যাদের শেকড় ইরানে। গভীর সম্মান ও আত্মমর্যাদার জন্য বিশেষভাবে পরিচিত জাতিগত এই গোষ্ঠী।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে প্রাণঘাতী হামলায় ৪৯ জওয়ানের প্রাণহানি ঘটে।
পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। পুলওয়ামার এই হামলার জেরে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির নজিরবিহীন হুমকি-পাল্টা হুমকি ও উত্তেজনা চলছে।

তবে জয়েশ-ই-মোহাম্মদকে মদদ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান খান বলেছেন, ভারত কোনো ধরনের আক্রমণ চালালে প্রতিশোধ নেবে তার দেশ। তবে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি হামলার প্রতিশোধ নেয়ার জন্য কূটনৈতিক এবং বাণিজ্যিক পরিসরে পাকিস্তানের ওপর আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, মানবতার শত্রুদের অবশ্যই শিক্ষা দেয়া হবে। সবকিছুর হিসাব হবে। পাকিস্তান অবশ্যই আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন হবে। আপনাদের চৌকিদাররা শুধুমাত্র এটার জন্যই কাজ করছে।

সূত্র: এনডিটিভি