‘ভারত-পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি খুবই বিপজ্জনক’

SHARE

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুটির মধ্যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা অত্যন্ত বিপদজনক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। দুদেশের চলমান দ্বন্দ্ব নিরসনেরও আহ্বান জানান তিনি।

শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চরম ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে দেশ দুটির মধ্যে অনেক ধরনের সমস্যা বিরাজ করছে বলেও জানান ট্রাম্প।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি.আর.পি.এফের গাড়িবহরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভারতীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ। ওই হামলার জন্য ভারত শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ।