কোহলিকে পেছনে ফেললেন ধোনি

SHARE

কে বলে মহেন্দ্র সিং ধোনি ফুরিয়ে গেছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধোনির ব্যাটিং দেখে যারা সমালোচনা করেছিলেন, তাদের মুখে ছাই দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জিতেয়েছেন তিনি। বিশুদ্ধ ওয়ানডে ব্যাটিংয়ে হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। ৬ উইকেটের এই জয়ে সিরিজে এসেছে সমতা। সেইসঙ্গে একটি রেকর্ডও হয়ে গেছে ধোনির।

মঙ্গলবার অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক বিরাট কোহলি এবং সাবেক দলপতি ধোনি। কোহলি ১০৪ ও ধোনি অপরাজিত ৫৫ রান করেন। এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে দলের হয়ে রান চেজের ম্যাচে কোনো ব্যাটসম্যানের সেরা ব্যাটিং গড় বিবেচনায় কোহলিকে পেছনে ফেলেন ধোনি।

মঙ্গলবারের ম্যাচ শেষে ধোনির গড় ৯৯.৮৫। কোহলির ব্যাটিং গড় ৯৯.০৪। তাই এক্ষেত্রে সবার উপরে আছেন ধোনি। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইকেল বেভান। তার ব্যাটিং গড় ৮৬.২৫। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার গড় ৮২.৭৭।