মসুলে ইরাকি বাহিনীর হাতে দায়েশ কমান্ডার নিহত; আটক ১৭

SHARE

ইরাকের সামরিক বাহিনীর হাতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের এক কমান্ডার নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুলে ইরাকি বাহিনীর সন্ত্রাসবাদ-বিরোধী এক অভিযানে দায়েশের এ কমান্ডার নিহত হয়। এ সময় আরো ১৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকালের (রোববার) অভিযানে ইরাকি সামরিক বাহিনীকে সহায়তা করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি। ইরাকের যেসব জায়গায় এখনো কিছু কিছু বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী থেকে গেছে তাদেরকে নির্মূল করার অভিযান অব্যাহত রেখেছে ইরাকি সামরিক বাহিনী।
ইরাকি নিরাপত্তা বাহিনীর মেজর আযাদ ফুয়াদ আরবি ভাষার টেলিভিশন চ্যানেল দিজলাকে জানান, “নেইনাভা কমান্ডের সেনারা মসুলের উত্তরে বাদুশ এলাকায় গুরুত্বপূর্ণ অভিযান চালায় এবং দায়েশের ওই শীর্ষ কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়।”
মেজর ফুয়াদ জানান, অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের ৩০টি গ্রামে হাশদ আশ-শাবি দায়েশ-বিরোধী অভিযান চালানোর একদিন পর মসুলে এ অভিযান চালানো হলো।