বিড়াল খাওয়া বন্ধে পিটিশন!

SHARE

cattমানুষ কত কিছুই না খেতে চায়। অনেক ক্ষেত্রে তার যেন বাছবিচার থাকে না! সুইডেনের কয়েকটি এলাকার লোকজন যেমন বিড়াল খায়। তবে বিড়াল-কুকুরের খাদকদের নিবৃত্ত করতে শুরু হয়েছে প্রচারণা। বিড়াল ও কুকুরের মাংস খাওয়া বন্ধে প্রচারণা শুরু করেছে সুইডিশ বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।

বন্য প্রাণীর মাংস খাওয়া থেকে জনগণকে দূরে রাখতে সুইডিশ সরকারের কাছে হাজারো মানুষের স্বাক্ষরসংবলিত পিটিশন দাখিল করেছে বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।

প্রাণী অধিকার রক্ষা গ্রুপ ‘এসওএস চ্যাটস নরওয়েগুই’-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা টমি টমেক বলেন, “সুইসদের এক-তৃতীয়াংশ গোপনে বিড়াল-কুকুরের মাংস খাচ্ছে।”

ক্রিস্টমাস ডেতে খাবারের ম্যানুতে বিড়ালের মাংস পরিবেশন করা হয় সুইজারল্যান্ডে। বিভিন্ন উৎসবেও এ প্রাণীর মাংস পরিবেশন করা হয়।

টমেক বলেন, “লুকারনে, অ্যাপেনজেল ও জুরা অঞ্চলের মানুষকে বিড়াল খেতে দেখা যায়।” সূত্র: বিবিসি।

বিড়াল খাওয়া বন্ধে পিটিশন!