বিশ্বকাপে মাশরাফিই অধিনায়ক

SHARE

mashrafi২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার ধানম-ির নিজ কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর।

বিসিবির সভাপতি পাপন জানান, আসন্ন বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাশরাফিই। এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, মাশরাফিকে বিশ্বকাপে অধিনায়ক না রাখার কোনো কারণ নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব আলাদা আলাদা করা হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, যদি কোনো কারণে মাশরাফি দলে থাকতে না পারে কিংবা অধিনায়কত্ব করতে না পারে, তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

এদিকে, অনেক দিন ধরেই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছিলেন মুশফিকুর রহিম। তবে একই সঙ্গে তিনি উইকেটরক্ষক, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, আবার অধিনায়কও! সব মিলে মুশফিকের ওপর চাপটা বোধ হয় বেশিই হয়ে যায়। তাই বোলার মাশরাফির কাঁধেই নেতৃত্বের ভার দেয়া হয়েছে।