জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ হৃৎপিণ্ডে সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছেন।
দু-একদিনের মধ্যে অপারেশনের কথা রয়েছে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী হায়াৎ-এর প্রধান সহকারী কাজী মনির।
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে হায়াৎ স্যার সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।’
২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়ে প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে হয় ওপেন হার্ট সার্জারি। গত বছর জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দেন তাঁকে।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত নির্মাতা কাজী হায়াৎ লুটতরাজ, আম্মাজান, ধর, কষ্ট, ঝড়, ইতিহাসসহ মোট ৪৯টি চলচ্চিত্র নির্মান করেছেন।
তাঁর ৫০ তম চলচ্চিত্র ‘বীর’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১০ জানুয়ারি। এতে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।