৭ রোহিঙ্গা ধরে পুলিশে দিলো জনতা

SHARE

সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে সাত রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের কুতুপালং ক্যাম্পের মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩), ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও উসুন জামান (৭৫)।

আটক নুর বেগম জানান, ভারতে যাওয়ার জন্য দুই দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্তে আসেন তারা। দালালরা তাদেরকে কোলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।