ওয়ানডের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সংবাদমাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠান।
সোমবার ফ্লোরিডার লডারহিলে সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। আগের সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।
টস জিতে লিটন কুমার দাসের ঝড়ো ৬১ রানে ভর করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৮৪ রান। জবাবে ১৭.১ ওভারে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৩৫ রান করে। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে আম্পায়ারা বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করেন।
একই সফরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।