মানবতাবিরোধী অপরাধ: মোবারক হোসেনের রায় কাল

SHARE

mobarak hএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে।

সোমবার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কার্যতালিকায় এসেছে। এর আগে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ গত ২ জুন এই মামলাটির বিচারিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাভেন।

২০১৩ সালের ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

একই বছর ২৩ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাসতন ও লুটপাটের ৫টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। ১৬ মে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে মামলার বিচারকাজ এবং ২০ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।