১২ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

SHARE

indonপ্লে-অফ ম্যাচে আত্মঘাতী গোলের সঙ্গে ইচ্ছাকৃত জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় খেলোয়াড় ও কমর্কতাসহ সর্বমোট ১২জনকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ান ফুটবল এসোসিয়েশন আরো জানিয়েছে, পিএসএস সেলমান এবং পিএসআইএস সেমারাং ক্লাবের আরো ৩ জন কর্মকর্তাকে একই অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ঘরোয়া ফুটবল লীগে সেলমান ৩-২ গোলে সেমারাংকে পরাজিত করলেও ম্যাচের শেষের দিকে ইচ্ছা করে দুটি আত্মঘাতী গোল হজম করে। এই গোলের মাধ্যমে তারা ম্যাচটি পরাজিত হবার কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেমারাং নিজেরাই তিন গোল খেয়ে বসলে শেষ পর্যন্ত তা আর হয়নি। ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে উভয় দলই সেমিফাইনালে বোরনেওকে এড়ানোর জন্য এই ম্যাচে হারতে চেয়েছিল। উভয় দলই প্রথম বিভাগ থেকে রেলিগেটেড হয়ে নিচে নেমে গেছে।

এদিকে বিভিন্ন অভিযোগে আরো ২ জন বিদেশিসহ ১৭ জন খেলোয়াড়কে ৫ বছরের জন্য শর্তশাপেক্ষে খেলার অনুমতি দেয়া হয়েছে।

এ ছাড়া ১১ জন বদলি খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলেও আগামী ৫ বছর তাদের যোগ্যতা যাচাই করা হবে। এদের মধ্যে অনেককেই আবার বিভিন্ন মূল্যের আর্থিক জরিমানাও করা হয়েছে।