নিজস্ব প্রতিবেদক:
পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে দেয়া ভাষণে তিনি বলেন, পূর্বসূরীদের মতো বর্তমান পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এর আগে ৩৪তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
সে সঙ্গে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন এএসপিদের মধ্যে পদক বিতরণ করেন তিনি। ৩৪তম বিসিএসে ২৬জন নারীসহ মোট ১৪১ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার তাদের প্রশিক্ষণ শেষ করলো।
নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের অর্জন দেশ-বিদেশে স্বীকৃতি ও প্রশংসা লাভ করেছে। এই অর্জন ধরে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।