রাজধানীতে অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধে ভ্রাম্যমাণ আদালত

SHARE

benjirrরাজধানীতে যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে আগামী ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আপাতত রূপসী বাংলা হোটেল থেকে ফার্মগেট পুলিশ বঙ পর্যন্ত এই অভিযান চলবে। আগামী এক সপ্তাহ এই অভিযান চলবে।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণকে সচেতন করতে প্রচারণা চালাবে ডিএমপি। আজ শনিবার থেকে ৩ দিন প্রচারণা কর্মসূচি চলবে। এ সময় পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

বেনজির আহমেদ বলেন, কেউ যদি অবৈধভাবে রাস্তা পার হয় তাকে ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেয়া হতে পারে।

তিনি বলেন, নগরীতে রাস্তা পারাপারে চরম বিশৃঙ্খলা অবস্থা দেখা দিয়েছে। অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যানজট তৈরি হয়। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যেমন ট্রাফিক সিস্টেমকে বাধাগ্রস্ত করছেন, নিজের জীবনকেও বিপন্ন করছেন, তেমনি শহরকে বিশৃঙ্খল করে দিচ্ছেন।