রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধে ফের প্রতিরোধক যন্ত্র

SHARE

protirodokউল্টো পথে যানবাহন চলাচল ঠেকাতে পরীক্ষামূলকভাবে স্থাপন করে ব্যর্থ হওয়ার ৬ মাস পর ফের বসানো হলো প্রতিরোধক যন্ত্র। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর রমনা থানা এলাকায় অবস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরের সামনের সড়কে এই প্রতিরোধক যন্ত্রটি চালু করা হয়।

এর আগে গত ২৩ মে রাজধানীর হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে একই ধরনের একটি প্রতিরোধক যন্ত্র বসানো হয়। কিন্তু এক মাসের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে যায়। পরে যন্ত্রটি সরিয়ে নেয় ট্রাফিক বিভাগ।

এই যন্ত্রের বিশেষত্ব হলো কোনো যানবাহন সয়কের উল্টো পথ দিয়ে গেলেই প্রতিরোধক যন্ত্রের সঙ্গে যুক্ত কাঁটাগুলো গাড়ির চাকায় বিঁধে যায়।