নিজস্ব প্রতিবেদক:
দাম কমাতে চাল আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে আরো কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে সরকার। চলতি অর্থবছর সরকারিভাবে ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তও হয়েছে।
বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা শেষে ব্রিফিং-এ জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, চালের পাশাপাশি ৫ লাখ মেট্রিক টন গমও আমদানি করা হবে। তবে খাদ্যের সংকট নেই, আগাম সাবধানতা হিসেবে চাল-গম আমদানি করা হচ্ছে দাবি তার।
মন্ত্রী জানান, চলতি বোরো মৌসুমে ১৫ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে ১০ লাখ মেট্রিক টন কম চাল ও ধান সংগ্রহ করা সম্ভব হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী দাবি করেন, চালের দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।