রিয়ালের জয়: নায়ক থেকে খলনায়ক রোনালদো!

SHARE

স্পোর্টস ডেস্ক:

ক্রিস্তিয়ানো রোনালদো। লম্বা নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে নায়ক থেকে হলেন খলনায়ক। প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ৫৮ মিনিটে করিম বেনজিমার বদলি হয়ে মাঠে নামেন রোনালদো।

৮০ মিনিটে করেন দারুণ এক গোল। ২-১ গোলে দলকে এগিয়ে নেওয়ার বুনো উল্লাসে ফেটে পড়েন ৩২ বছর বয়সী তারকা। জার্সি খোলার শাস্তিতে দেখেন প্রথম হলুদ কার্ড। এর তৃতীয় মিনিটে বার্সেলোনার ডিবক্সে ইচ্ছা করে পড়ে যাওয়ায় তাকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড।

সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রেফারিকে ধাক্কা মেরে মাঠ ছাড়েন রোনালদো। আগামী বুধবার দ্বিতীয় লেগ তো বটেই, কয়েক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। বার্সেলোনার ডিফেন্ডার পিকে ৫১ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে এগিয়ে দেন। অবশ্য সেই ভুলের মাশুল শুধরে নেয় বার্সা ৭৭ মিনিটে।

লিওনেল মেসি পেনাল্টি থেকে সমতা ফেরান। কিছুক্ষণ পরেই ইস্কোর সঙ্গে ওয়ান-টু পাসে রোনালদো করেছেন দলের দ্বিতীয় গোল। ৯১ মিনিটে তিন নম্বর গোল করেন মার্কো আসেনসিও।