নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতির পর এবার ষোড়শ সংশোধনী বাতিলরে রায়ের পর্যবেক্ষণ নিয়ে দলের অবস্থান জানাতে, রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সোমবার দুপুরের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতি সর্বসাধারনের সাথে সৌজন্য বিনিময় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওবায়দুল কাদের যোগ দেন। এবং ষোড়শ সংশোধনী বাতিলরে রায়ের পর্যবেক্ষণ নিয়ে দলের অবস্থান জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের। এর আগে ২ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর, এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে।
এর ঠিক ১০ দিনের মাথায় শনিবার রাতে, প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।