ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে ৩০ জনের মৃত্যু

SHARE

বিশ্বসংবাদ ডেস্ক:

ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে ১৫ জনেরো বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার মধ্য রাতে হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে ২শ কিলোমিটার দূরে একটি পাহাড় ধসে পড়ে। এসময় মহাসড়কের উপর দিয়ে দুটি যাত্রীবাহী বাসের উপর পাহাড় থেকে মাটি ও বড় বড় পাথর খসে পড়লে এই হতাহতের ঘনটা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানায় পাহাড় ধসে দুটি বাসের মধ্যে একটি বাস প্রায় ৮শ মিটার নিচে খাদে পড়ে যায়। ঐ বাসটিতে কতজন মানুষ ছিলো তা এখনো জানা যায়নি। তবে উদ্ধা তৎপরতা এখনো চলছে।

বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রদেশটিতে ভূমি ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এদিকে গত এপ্রিল মাসেই ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষ প্রাণ হারান।