এটিএন ইভেন্টস-ফাব কমিউনিকেশনের আয়োজনে সাউথ এশিয়ান বিউটি কন্টেস্ট

SHARE
????????????????????????????????????

বিনোদন ডেস্ক:

প্রতিযোগিতা আযোজনের মধ্য দিয়ে শিল্পী সংকট কাটতে পারে বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিউটি কনটেস্ট কুইন অব সাউথ এশিয়া এর সাথে এটিএন বাংলা’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের প্লাটফর্ম এটিএন ইভিন্টেস এবং ফাব কমিউনিকেশন যৌথভাবে এই আয়োজন করেছে।

লাইট, ক্যামেরা, গ্লামারের এই আয়োজনে অংশ নিতে অনেকেরই সুপ্ত বাসনা থাকে। সুন্দরীদের সেই পথে সুযোগ করে দিতেই আয়োজন করা হচ্ছে বিউটি কনটেস্ট কুইন অব সাউথ এশিয়া। শনিবার দুপুরে কাওরান বাজরের এটিএন বাংলা ষ্টুডিওতে এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এবং এটিএন বাংলা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।

এদের সাথে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে। পাচটি দেশে আলাদা আলাদা অডিশন শেষে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে নেপালে ২০১৭ এর ডিসেম্বরে। আন্তর্জাতিক এই আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।