বিশ্ব সংবাদ ডেস্ক:
রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশন থেকে ৭৫৫ কূটনীতিককে ছাঁটাই করায়, ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ জার্সিতে গলফ কমপ্লেক্সে অবকাশ যাপনরত ট্রাম্প সাংবাদিকদের বলেন, মার্কিন সরকারের বেতন ভাতা খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে তার প্রশাসন। মার্কিন কূটনীতিবিদের বহিষ্কারের বিষয়ে পুতিনের নির্দেশ, তাদের বেতন খাতে ব্যয় কমাতে সহায়তা করবে।
এ নির্দেশের ফলে বিপুল অর্থ সাশ্রয় করতে পারবে তার সরকার। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে নিযুক্ত ৭৫৫ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে। আধুনিক বিশ্বে এর আগে এত বিপুল সংখ্যক কূটনীতিককে বহিষ্কারের ঘটনা আর ঘটেনি।
রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে ওই ব্যবস্থা নেয় মস্কো। এদিকে, মার্কিন কূটনীতিবিদেরে বহিষ্কারের বিষয়ে পুতিন টেলিভিশনকে বলেছিলেন, তিনি আমেরিকার বিরুদ্ধে এর চেয়েও কঠিন ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু ‘আপাতত এতটুকুতেই সন্তুষ্ট’ থাকছেন তিনি।