যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট : শিক্ষামন্ত্রী

SHARE

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ হচ্ছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি দেশ। তবে সরকার জনগণের জানমাল ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিকল্পিভাবে কাজ করছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে।

আজ মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। আরও ত্রাণ আসবে। আমাদের সকলে মিলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সরকার সবার পাশে আছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের প্রাণের সংগঠন। দেশবাসীর সুখ-দুঃখের সহযাত্রী হচ্ছে এ সংগঠন। এদেশে যখনই দুর্যোগ আসে, তখনই আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়।

মন্ত্রী দুর্গত মানুষজনকে অভয় দিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার যেমনি জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।