চিকনগুনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

SHARE

রাজধানী ঢাকাসহ সারা দেশের যেসব স্থানে চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ। তিনি জানান, রিটে স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিপক্ষ (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিট আবেদনে চিকুনগুনিয়া নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবদন যুক্ত করে এ আবেদনটি করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, সম্প্রতি চিকুনগুনিয়া নামের রোগটি ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ সারাদেশের মানুষের মধ্যে যে অবস্থার সৃষ্টি করেছে তা খুবই ভয়াবহ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রয়োজন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এ লক্ষ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।