চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিএনপি নেতা ও চট্টগ্রামের সাবেক জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক মামলাটি করেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে এ মামলা দায়ের করা হয়।দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় দাখিল করা অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।তবে আজ মামলাটি শুনানি হবে কিনা তা নিশ্চিত করেননি আইনজীবী এনামুল হক।বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, ঘটনাস্থলে যারা ছিল তাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নির্দেশদাতা কিংবা পরিকল্পনাকারী হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। আদালত অভিযোগ গ্রহণ করে এই বিষয়ে আদেশ পরবর্তীতে দেবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে যাওয়ার পথে গত রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালীতে বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়।রাস্তায় বেরিকেড দিয়ে তুমুল বৃষ্টির মধ্যে ৩০-৩৫ যুবক এ হামলা চালায়। তারা ইট, পাথর, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মির্জা ফখরুলকে বহনকারী গাড়িতে ভাংচুর চালায়। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ ছয় নেতা আহত হন।এই হামলার পর রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল।