শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনা জব্ধ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এসময় আটক করা হয়েছে আবদুর রাজ্জাক (৪৫) নামে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার এইচ এম আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে শাহজালালে নামেন আবদুর রাজ্জাক। এরপর গ্রিন চ্যানেল অতিক্রমকালে রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ৪০০ গ্রাম সোনা জব্ধ করা হয়।
এর মধ্যে ১ কেজি ওজনের ৫টি এবং একশ গ্রাম ওজনের ৪টি সোনার বার ছিল। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৭০ লাখ টাকা।
এ বিষয়ে বিমান বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগ জা