আজ শুক্রবার বিকেল থেকে সাভারের আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাইপাইল থেকে ধউর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সন্ধ্যার পর থেকে যানজট আরও বাড়তে থাকে বলে জানা গেছে।
বাসযাত্রীরা জানান, বাইপাইল থেকে ধউর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচন্ড গরমে বাসযাত্রীরা চরম বিপাকে পড়েছেন। যানজট এড়াতে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবুল হোসেন বলেন, মহাসড়কে রিপেয়ারিং কাজ চলায় সামান্য যানজট সৃষ্টি হয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি যাতে করে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।