ইয়ান গোল্ডের ভুল সিদ্ধান্তের বলি সৌম্য!

SHARE

আবারও ইয়ান গোল্ড, আবারও বাংলাদেশ। আবারও ভুল সিদ্ধান্ত দিলেন এই ইংলিশ আম্পায়ার।

এবার তার ভুল সিদ্ধান্তের বলি টাইগার ওপেনার সৌম্য সরকার। অবশ্য ইয়ান গোল্ডের এই সিদ্ধান্তের খেসারত পুরো বাংলাদেশকেই দিতে হয় কিনা তা দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন তামিম।
টিম সাউদির বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। রিভিউ নিয়েও কাজ হয়নি।
নিজের দ্বিতীয় ওভারে এসে সাব্বিরকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন সাউদি। আর নিজের তৃতীয় ওভারে এসে সৌম্যকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাউদি।
ওভারের চতুর্থ বলে জোড়াল আবেদন করেন সাউদি। সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন ইয়ান গোল্ড। রিভিউ নেয়ার সুযোগও ছিল না। সাজঘরে ফিরতে বাধ্য হন সৌম্য।
তবে রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত হানেনি। স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেত।
বাংলাদেশ ইয়ান গোল্ডের ভুল সিদ্ধান্তের শিকার এই প্রথম নয়। এর আগে গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ইয়ান গোল্ড বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেন।