আর্জেন্টিনার নতুন কোচ সাম্পাওলি

আর্জেন্টিনার নতুন কোচ হলেন হোর্হে সাম্পাওলি।বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দফতরে নতুন কোচ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

SHARE

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার নতুন কোচ হলেন হোর্হে সাম্পাওলি।বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দফতরে নতুন কোচ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে বাছাইপর্বে বাজে পারফর্মেন্সের কারনে ৮ মাস দায়িত্ব পালনের পর বরখাস্ত করা হয় এদগার্দো বাউজাকে।তার বরখাস্তের পর প্রায় দুমাস কোচ বিহীন সময় কাটিয়েছে আর্জেন্টিনা।এবার সেই শুন্যস্থান পূরন করতে ৫ বছরের চুক্তিতে মেসিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চিলির কোপা আমেরিকাজয়ী কোচ সাম্পাওলি।

এর আগে তিনি স্প্যানিশ সেভিয়ার হয়ে দায়িত্ব পালন করছিলেন। তবে ক্লাবটির সঙ্গে তার আরও এক মৌসুম চুক্তি ছিলো। কিন্তু সেই চুক্তির টাকা পরিশোধ করায় এখন থেকে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তদের দায়িত্ব পালন করবেন এ আর্জেন্টাইন।