বাংলাদেশ ডেস্ক:
ব্যাংকে যাদের এক লাখ টাকার বেশি জমা আছে, অর্থমন্ত্রীর দৃষ্টিতে তারা ‘যথেষ্ট সম্পদশালী।’ এর পাশাপাশি তিনি আরো মনে করেন, এক লাখ টাকার বেশি জমার ওপর যে আবগারি শুল্ক ধার্য করা হয়েছে, সেটি দিতে তেমন কোন সমস্যা হওয়ার কথা না।
বিকেলে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমানতের ওপর আবগারি শুল্ক কমছে না।
চালের দাম বাড়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্যোগের কারণে চালের দাম বাড়লেও, মজুদ যথেষ্ট থাকায় দ্রুতই তা কমে আসবে। আগামী দু’মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার পুনর্বিবেচনা করার কথাও বলেছেন তিনি।
বাজেট বাস্তবায়নে সরকারের দক্ষতা নিয়ে সন্দেহ অবান্তর বলে মন্তব্য করে তাঁর দাবি, বাজেটে কোন দুর্বলতা নেই।