ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে ৩৬ জনের মৃত্যু

ফিলিপাইনের ম্যানিলার একটি ক্যাসিনো এবং হোটেল কমপ্লেক্সে একজন বন্দুকধারীর গুলি ও আগুনের ধোঁয়ায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের ম্যানিলার একটি ক্যাসিনো এবং হোটেল কমপ্লেক্সে একজন বন্দুকধারীর গুলি ও আগুনের ধোঁয়ায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়: শুক্রবার রাতে ওই সন্দেহভাজন বন্দুকধারী রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলার এক ক্যাসিনোতে প্রবেশ করে ফাঁকা গুলি চালানো শুরু করে। এ ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে। এসময় বন্দুকধারী ক্যাসিনোর টেবিলে এবং নিজের উপর আগুন ধরিয়ে আত্মহত্যা পথ বেছে নেয়।

পরে ম্যানিলা পুলিশ, ঘটনাস্থল থেকে বন্দুকধারী ও ২৫ জনের মৃতদেহ উদ্ধার করে। তবে ক্যাসিনোর ভেতরের আগুনের তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশই মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে জঙ্গি হামলা নয় বরং ডাকাতির ঘটনা বলে ধারণা করছেন পুলিশ।