ভাঙনের হুমকিতে দৌলতদিয়া ফেরি ঘাট

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। প্রতিদিন এ পথে পদ্মা পার হয় কয়েক হাজার যানবাহন এবং লাখ লাখ যাত্রী। তবে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট অনেকদিন ধরেই রয়েছে ভাঙনের হুমকিতে।

SHARE

বাংলাদেশ ডেস্ক: 

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। প্রতিদিন এ পথে পদ্মা পার হয় কয়েক হাজার যানবাহন এবং লাখ লাখ যাত্রী। তবে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট অনেকদিন ধরেই রয়েছে ভাঙনের হুমকিতে।

গত বছরের জুন-জুলাই মাসের কথা। দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট একে একে পদ্মায় বিলীন হয়ে গিয়েছিল। যানবাহন পারাপারে তৈরি হয় বিরাট দুর্ভোগ। আবার আসছে বর্ষা। ঘাটগুলো এখনো নড়বড়ে। ব্যাহত হচ্ছে যান পারাপার। ঘাটে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

সাময়িকভাবে ঘাট চালু রাখার চেষ্টা করা হলেও ভাঙন রোধে নেই স্থায়ী কোনো পদক্ষেপ। ফেরি আছে, ঘাট সংস্কার হলেই সামাধান। এমন তথ্যই পাওয়া গেল স্থানীয় বিআইডব্লিউটিসির কর্মকর্তার কাছে। বরাদ্দ নেই, তাই সংকটের সমাধান হচ্ছে না, এ গতানুগতিক ব্যাখা সরকারি এ প্রকৌশলীর।