বিশ্বসংবাদ ডেস্ক :
সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের বাদশা, বাদশাপুত্রদের নিয়ে এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে। তবে বর্তমানে তা কমেছে অনেকাংশে। কিন্তু সেই পুরান সংস্কৃতির পুণরাবৃত্তি করলেন সৌদি রাজপুত্র মাজেদ বিন আবদুল্লাহ বিন আবদুলাজিজ আল সৌদ।
বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্বখ্যাত মাজেদ। তার বউয়ের সংখ্যা মোট ৯ জন। যার মধ্যে জুয়ায় বাজি ধরে হারালেন পাঁচজনকে!
কীভাবে হারলেন? সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় ছ’ঘণ্টা ধরে জুয়া খেলছিলেন ওই রাজপুত্র। মাদকের নেশায় হুঁশ খুইয়ে তাঁর ধন-সম্পত্তি নিমেষে শেষ হয়ে যায় তাঁর বাজি ধরা ১.৩৫০ বিলিয়ন রিয়াল। বাংলাদেশি টাকায় যার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা। এরপরও তিনি জুয়ায় অর্থ বিনিয়োগ করতে চান। তাই নিজের ৯ স্ত্রীকে বাজি রেখে খেলা শুরু করেন এবং একে একে পাঁচ স্ত্রীকেও হারান তিনি।
ক্যাসিনোর মালিক আলি শামুন জানিয়েছেন, পাঁচ স্ত্রীকে বিক্রি করে ২৫ মিলিয়ন ডলার পেয়েছিলেন মাজেদ। তারপর পাঁচ স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন।