চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ডার্ক হর্স’বাংলাদেশ: সাঙ্গাকারা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ মনে করছেন আইসিসির শুভেচ্ছাদূত এবং সাবেক শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সম্প্রতি আইসিসি’র ওয়েবসাইটে লেখা এক কলামে তিনি একথা বলেন।

SHARE

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ মনে করছেন আইসিসির শুভেচ্ছাদূত এবং সাবেক শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সম্প্রতি আইসিসি’র ওয়েবসাইটে লেখা এক কলামে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে এ টুর্নামেন্টে এসেছে। হাথুরুসিংহেও সৌভাগ্যবান যে, সাফল্যের জন্য ক্ষুধার্ত একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছেন।

সম্প্রতি আয়ারল্যান্ডে হয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই বাকি দলগুলোর জন্য বাংলাদেশকে হুমকি মনে করছেন সাঙ্গাকারা। টাইগারদের প্রশংসা করে তিনি বলেন, ‘এই দলটি বেশ আত্মবিশ্বাসী তাই ওদের মধ্যে ম্যাচ সচেতনতা অনেক বেড়েছে।

শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কি না এ ব্যাপারে সংশয় থাকলেও বাংলাদেশ অন্য দলগুলোর পথের কাঁটা হয়ে দাঁড়াবে, এটাও নিশ্চিত করেছেন এই লঙ্কান কিংবদন্তী।