রেইনট্রিতে ধর্ষণ, ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

বনানীর আলোচিত দুই তরুনী ধর্ষণ মামলার তদন্ত শেষ করতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় আছেন মামলার তদন্তে যুক্ত কর্মকর্তারা। আসামিদের মোবাইলের ফরেনসিক পরীক্ষার পাশাপাশি, ধর্ষণের শিকার তরুণীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও পায়নি তদন্ত সংস্থা।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

বনানীর আলোচিত দুই তরুনী ধর্ষণ মামলার তদন্ত শেষ করতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় আছেন মামলার তদন্তে যুক্ত কর্মকর্তারা। আসামিদের মোবাইলের ফরেনসিক পরীক্ষার পাশাপাশি, ধর্ষণের শিকার তরুণীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও পায়নি তদন্ত সংস্থা।

বনানীর রেইনট্রি হোটেলে গত ২৮শে মার্চ রাত ধর্ষণের শিকার হন দুই তরুণী। ধর্ষণের এক মাসেরও বেশি সময় পর গত ৬ই মে রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুনী। ৭মে দুই তরুণী স্বাস্থ্য ও ফরেনসিক পরীক্ষা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আলোচিত এ মামলার অন্যতম প্রধান আসামি সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিফকে গত ১১ই মে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সাফাতকে ৬ দিন ও সাদমানের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তরুণীদের ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সাফাত আহমেদ। একইভাবে ঘটনার বিষয়ে আদালতে জবানবন্দি দেন আরেক আসামি সাদমান সাকিফও।

বনানীর রেইনট্রি হোটেলের আলোচিত এই ধর্ষণ মামলার আরেক আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে গত ১৭ই মে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনিও।