লালবাগ কেল্লার ভেতরের দুটি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ

ঐতিহাসিক মোঘল পুরার্কীতি ‘লালবাগ কেল্লা’র ভেতরে থাকা ব্যক্তি মালিকানাধীন দুটি বাড়ি তিন মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

ঐতিহাসিক মোঘল পুরার্কীতি ‘লালবাগ কেল্লা’র ভেতরে থাকা ব্যক্তি মালিকানাধীন দুটি বাড়ি তিন মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে হাইকোর্ট লালবাগ কেল্লার ভেতরে থাকা তিনটি বাড়ি ভেঙে ফেলতে নির্দেশ দেন। সে সময়ই একটি বাসা ভাঙা হয়। তবে, আবুল হাশেম নামে এক বাড়ির মালিক রায়ের বিরুদ্ধে আপিল করেন। সে আপিলের পর আদালত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বিষয়টি সম্পর্কে প্রতিবেদন চায়। বিশেষজ্ঞরা বলেন, বাসাগুলো লালবাগ পুরাকীর্তির ভেতরেই অবস্থিত।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ বলেন, লালবাগ কেল্লার ভেতরে থাকা বাকি বাড়ি দুটিও ভাঙতে হবে। তবে, দলিল মূল্য হিসেবে আপিলকারী বাড়ির মালিক আবুল হাশেমকে ৪০ লাখ টাকা দিতে বলেছেন আদালত।