সরকার ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় 'মোরা'য় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের সর্বাত্মক চেষ্টা চলছে।

SHARE

সবাংলাদেশ ডেস্ক:

সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের সর্বাত্মক চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী তিন বাহিনীকে উপদ্রুত মানুষের সাহায্যে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবের এক সঙ্গে বিদেশে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বিষয়টি অনুচিত।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক ইস্যুতে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৫ই জানুয়ারি নির্বাচনের পর থেকে ভুলের চোরাবালিতে আটকে আছে বিএনপির রাজনীতি।