প্রস্তুতি ম্যাচে সুবিধা জনক অবস্থায় ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে১৫৬ রান। এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

SHARE

স্পোর্টস  ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে১৫৬ রান। এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ের ৬ নাম্বারে ওঠে বাংলাদেশ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ভালো খেলে পরাজয়। সবেমিলে ফর্মেই রয়েছে টাইগাররা। তবে জয়ের জন্য ম্যাচ বের করে নিয়ে আসার টেকনিকে পিছিয়ে মাশরাফিরা।

কেননা পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রানের বড় সংগ্রহ, এরপরও জিততে না পারার হতাশা বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচে সেখান থেকে বেরিয়ে আসার মোক্ষম উপায় ভাবছেন কোচ হাথুরুসিংহ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত।

রানে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। বল হাতে দারুন ফর্মে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। তাই স্বস্তিতে ভারত শিবির। টাইগারদের হারিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখতে চায় বিরাট বাহিনী।