গ্যাসের দাম বাড়ছে পহেলা জুন থেকে, হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

গ্যাসের দাম দ্বিতীয় দফায় বাড়ছে পহেলা জুন থেকে। এ বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা ৬ দিনের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে এই সুযোগে, পহেলা জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

গ্যাসের দাম দ্বিতীয় দফায় বাড়ছে পহেলা জুন থেকে। এ বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা ৬ দিনের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে এই সুযোগে, পহেলা জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গত ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা। দ্বিতীয় দফায় বাড়ার পর থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে।

আবাসিক গ্রাহকের প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা বিল দিতে হবে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেছিলেন নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন। গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট দ্বিতীয় ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। এর বিরুদ্ধে বিইআরসি আপিল করে।

চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন আজ হাইকোর্টের এই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আগামী ৫ জুন আপিল বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেন। এই ৬ দিন হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা বহাল না থাকার সুযোগে ১ জুন থেকে দাম বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেয় বিইআরসি।