ঘূর্ণিঝড় মোরা কবলিত ১৪ জেলার জন্য চাল বরাদ্দ

ঘূর্ণিঝড় মোরা উপদ্রুত ১৪টি জেলার মানুষের জন্য এক হাজার ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

ঘূর্ণিঝড় মোরা উপদ্রুত ১৪টি জেলার মানুষের জন্য এক হাজার ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ঘূর্ণিঝড় মোরার আঘাত থেকে বাঁচাতে উপদ্রুত এলাকার ৪ লাখ ৬৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।

ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ মঙ্গলবার দুপুর পর্যন্ত জানা যায়নি জানিয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম এবং উপদ্রুত এলাকায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়ার পর পুনর্বাসনের পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।