বাংলাদেশ ডেস্ক:
বিএনপিদলের চেয়ারপাসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশীর প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মে) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন সব জেলা, মহানগরী ও রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, ‘আজ বিএনপি ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় পুলিশের অনুমতি না দেয়ায় আবারও প্রমাণিত হলো বর্তমান সরকার প্রধানের নির্দেশেই পূর্ব পরিকল্পিত নীল-নকশার অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। সরকার জাতীয় সংসদ, পুলিশ, প্রশাসন, নিম্ন আদালত সবকিছু কব্জায় নিয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করার পরও তাদের আশঙ্কা ও ভয় থেকে যাচ্ছে। এই কারণে সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে, সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে। আর সেজন্যই সরকার আজকের বিএনপি ঘোষিত সমাবেশ করার অনুমতি দেয়নি।’
উল্লেখ্য, বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামীকাল প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এর আগে গত রবিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।