উপনির্বাচনে অনেটকাই ফিকে মোদি কারিশমা

SHARE

মঙ্গলবার সকাল থেকে নয় রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা পর্ব৷ ১৩ সেপ্টেম্বর ৩২টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দুই লোকসভা কেন্দ্র উপনির্বাচন হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভদোদরা, উত্তরপ্রদেশে সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মইনপুরী ও তেলেঙ্গানারা মেডক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়৷ অন্যদিকে, উত্তরপ্রদেশে ১১টি, গুজরাতে ৯টি, রাজস্থানে চারটি, পশ্চিমবঙ্গে দুটি, অসমে তিনটি ও ত্রিপুরা, সিকিম, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হয়৷ তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটের আগে দেশজুড়ে মোদি ঝড়ের দাপট এখন অনেকটাই নিস্তেজ৷ বিজেপিকে পেছনে ফেলে বিভিন্ন রাজ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস৷image_98451_0

৩২টির মধ্যে আট রাজ্য ১৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি’র হতাশা বাড়িয়ে গুজরাতে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ অথচ লোকসভা ভোটে ২৬-০ তে শেষ করেছিল বিজেপি৷ রাজ্যের যে ন’টি রাজ্যে উপনির্বাচন হয়, তার প্রত্যেকটিই ছিল বিজেপি’র দখলে৷ তবে নরেন্দ্র মোদির মণিনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ অন্যদিকে উত্তরপ্রদেশেও বিজেপি’র উপর সঙ্কটের ছায়া৷ উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে আটটি আসনে এগিয়ে রয়েছে সপা৷তিনটিতে এগিয়ে বিজেপি৷বসিরহাট দক্ষিণে তৃণমূল ও চোরঙ্গি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস৷অন্ধ্রপ্রদেশে নন্দীগামা আসনে এগিয়ে টিডিপি৷রাজস্থানে চারটির মধ্যে তিনটিতে এগিয়ে কংগ্রেস৷ অসমে দুটি আসনে এগিয়ে রয়েছে এআইইউডিএফ ও একটিতে এগিয়ে কংগ্রেস৷ সূত্র: ওয়েবসাইট